We're on facebook! Like us
Search
Posted by Rony, March 10, 2017

স্বাস্থ্য টিপস

হার্ট ফেইলিওর এর লক্ষণগুলো দেখেনিন

হার্ট ফেইলিওর এর অন্যতম লক্ষণ গুলো হল শ্বাসকষ্ট বা shortness of breath, বুক ধড়পড় করা, হাপিয়ে উঠা। এই উপসর্গ গুলো কয়েকটি স্তরে হয়ে থাকে যেমন, প্রথমত অনেক পরিশ্রম করলে, দ্বিতীয়ত মাঝারি ধরনের পরিশ্রম যার মধ্যে রয়েছে সিঁড়ি ভাঙ্গা, দৌড়ানো ইত্যাদি, তৃতীয়ত স্বল্প পরিশ্রমের কাজ করলে যেমন হাটা, চতুর্থত কোন ধরনের পরিশ্রম ছাড়াই যাকে অন্য ভাবে বলা যায় বিশ্রাম অবস্থায়ই শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়পড় করা। অনেকের ক্ষেত্রে এমনও দেখা যায় যে খাবার গ্রহণের পরে অস্থির লাগে, দম বন্ধ হয়ে আসে সেই সাথে অনেক ক্লান্ত লাগে। এগুলো সবই হার্ট ফেইলিওর এর উপসর্গ হতে পারে। হার্ট ফেইলিওর এর আরও একটি লক্ষণ আছে যা প্রায়ই দেখা যায় সেটি হচ্ছে মধ্যরাতে বা শেষ রাতে কাশি হওয়া। এই লক্ষণটিকে আমরা অনেক সময় সাধারণ কোন কাশি মনে করে এড়িয়ে যাই যা মোটেই উচিৎ নয়। এই সব রোগীদের ক্ষেত্রে ঘুমতে যাওয়ার আগে বা রাতের প্রথম অর্ধে কোন রকম কাশি বা কাশির আলামত থাকে না কিন্তু হঠাৎ মধ্যরাতে বা শেষ রাতে প্রচণ্ড কাশি শুরু হয় ঘুম ভেঙ্গে রোগী জানালার পাশে তথা মুক্ত বাতাসে যেতে চান এটি হতে পারে হার্ট ফেইলিওর এর লক্ষণ, সে কারণে মধ্যরাত বা শেষ রাতের কাসির ব্যাপারে আমাদের সচেতন থাকা প্রয়োজন। আরও একটি বিষয় জানা প্রয়োজন যে মূলত দুর্বল হার্টেই সাধারণত হার্ট ফেইলিওর হয়ে থাকে।

Related Post
  1. ইনসুলিন-ছুঁচ থেকে মুক্তির দিশা দেখাল বিজ্ঞান

Comments

Leave a Reply
Categories

Services

MIDNIGHT BLUE BY Huzaifa Ham